Head Office

+88 01724850087
logo

Send suggestions

sosbraj@gmail.com
Head Office
+88 01724850087
Email
sosbraj@gmail.com
Mobile Logo

শোকবার্তা
সোসাইটি অব সার্জন, রাজশাহী ব্রাঞ্চ

আমরা গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, রাজশাহী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ এবং সার্জারি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মহিবুল হাসান আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এই অপ্রত্যাশিত মৃত্যু আমাদের সার্জিকাল অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। প্রফেসর  একজন নিবেদিতপ্রাণ শিক্ষক, দক্ষ সার্জন এবং মানবিক গুণাবলির অধিকারী ব্যক্তি ছিলেন। তাঁর কর্মনিষ্ঠা, সততা ও ছাত্রছাত্রীদের প্রতি ভালোবাসা আজীবন আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। সোসাইটি অব সার্জন, রাজশাহী ব্রাঞ্চের পক্ষ থেকে আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও ছাত্রছাত্রীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।

প্রফেসর ডা.একেএম গোলাম কিবরিয়া ডন।
সভাপতি,
সোসাইটি অব সার্জন, রাজশাহী ব্রাঞ্চ

ডা.মোঃমনিরুজ্জামান সরকার,
সহযোগী অধ্যাপক, সার্জারি, রাজশাহী মেডিকেল কলেজ
সাধারণ সম্পাদক,  সোসাইটি অব সার্জন, রাজশাহী ব্রাঞ্চ